মুজিবজন্মশতবর্ষ উপলক্ষে ৪ ডিসেম্বর (২০২০) প্রকাশিত সামছুন্নাহার বেগম রচিত ‘তিনিই আমাদের বঙ্গবন্ধু’ প্রবন্ধ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ০৫ টি করে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর বাচ্চাদের ভালোভাবে মনে রাখার জন্য প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হল- ৪র্থ পাঠ, ০৫ টি প্রশ্ন (১৬-২০)।
১৬. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল?
উত্তরঃ বেগম ফজিলাতুন্নেছা।
১৭. আমরা বঙ্গবন্ধুর স্ত্রীকে কি বলে ডাকি?
উত্তরঃ বঙ্গমাতা।
১৮. বিয়ের সময় বঙ্গমাতার বাবা-মা কি জীবিত ছিলেন?
উত্তরঃ না, তাঁর বাবা-মা তখন জীবিত ছিলেন না।
১৯. বিবাহের কত বছর পরে তাদের দাম্পত্য জীবন শুরু হয়?
উত্তরঃ ০৯ বছর।
২০. বঙ্গবন্ধুর সন্তান সংখ্যা কত ছিল?
উত্তরঃ ০৫ জন; ০২ কন্যা ও ০৩ পুত্র।
সামছুন্নাহার বেগম
প্রধান শিক্ষক, চর উভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা, লক্ষ্ণীপুর।
মোবাইল: +৮৮০১৬৭৩৩৮৮৭৫৭। ই-মেইল: headmastersn68@gmail.com