মুজিবজন্মশতবর্ষ উপলক্ষে ৪ ডিসেম্বর (২০২০) প্রকাশিত সামছুন্নাহার বেগম রচিত ‘তিনিই আমাদের বঙ্গবন্ধু’ প্রবন্ধ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ০৫ টি করে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর বাচ্চাদের ভালোভাবে মনে রাখার জন্য প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হল- ৫ম পাঠ, ০৫ টি প্রশ্ন (২১-২৫)।
২১. বঙ্গবন্ধুর কন্যাদের নাম কি ছিল?
উত্তরঃ ১. শেখ হাসিনা ও ২. শেখ রেহানা।
২২. বঙ্গবন্ধুর পুত্রদের নাম কি ছিল?
উত্তরঃ ১. শেখ কামাল ২. শেখ জামাল ও ৩. শেখ রাসেল।
২৩. বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা কয়টি পান্ডুলিপি ছিল?
উত্তরঃ ০২ টি।
২৪. বঙ্গবন্ধু কোথায় বসে পান্ডুলিপিগুলো লিখেছিলেন?
উত্তরঃ জেলখানায়।
২৫. বঙ্গবন্ধুর পান্ডুলিপি দু’টি কেমন ছিল?
উত্তরঃ দূর্লভ ও মহামূল্যবান।
সামছুন্নাহার বেগম
প্রধান শিক্ষক, চর উভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা, লক্ষ্ণীপুর।
মোবাইল: +৮৮০১৬৭৩৩৮৮৭৫৭। ই-মেইল: headmastersn68@gmail.com