রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজে মাটি খননের সময় মাটির নিচে পরিত্যক্ত আবস্থায় এই বোমা উদ্ধার করা হয়।
কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের বোমা। পাকিস্থান হানাদার বাহিনীর সৈনিকরা ধ্বংসকাজে বিমানবন্দর এলাকায় এই বোমা ফেলেছিল। কিন্ত বোমা কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি।
উদ্ধার হওয়া বোমাটি বাংলাদেশ বিমান বাহিনীর বোমা ডিসপোজাল বিশেষজ্ঞ দলের হেফাজতে রয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে ময়মনসিংহের রসুলপুর রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল সাড়ে আটটায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কর্মীরা মাটি খননের সময় মাটির নিচে একটি বড় সিলিন্ডারের মতো দেখতে পান। নির্মাণ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বিষয়টি বিমান বাহিনীর বোমা ডিসপোজাল বিশেষজ্ঞদলকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে এ বোমটি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর রসুলপুর ফায়ারিং ইউনিটে নিয়ে যান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার এ বোমাটি ১৯৭১ সালে ধ্বংস কাজে পাক হানাদার বাহিনীর দ্বারা ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।