মুজিবজন্মশতবর্ষ উপলক্ষে ৪ ডিসেম্বর (২০২০) প্রকাশিত সামছুন্নাহার বেগম রচিত ‘তিনিই আমাদের বঙ্গবন্ধু’ প্রবন্ধ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ০৫ টি করে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর বাচ্চাদের ভালোভাবে মনে রাখার জন্য প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হল- ৬ষ্ঠ পাঠ, ০৫ টি প্রশ্ন (২৬-৩০)।
২৬. বঙ্গবন্ধুর লেখা পান্ডুলিপি দু’টি কে উদ্ধার করেন?
উত্তরঃ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা; আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী।
২৭. বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা পান্ডুলিপি দু’টি এখন কি অবস্থায় আছে?
উত্তরঃ পান্ডুলিপি ২টি বই আকারে প্রকাশ পেয়েছে।
২৮. বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা পান্ডুলিপি থেকে প্রকাশিত বই ২টির নাম কি?
উত্তরঃ ১. অসমাপ্ত আত্মজীবনী ও ২. কারাগারের রোজনামচা।
২৯. বঙ্গবন্ধুর লেখা বই দু’টি কেমন হয়েছে?
উত্তরঃ অসাধারণ।
৩০. বঙ্গবন্ধু কত বছর কারাগারে ছিলেন?
উত্তরঃ ১৪ বছর।
সামছুন্নাহার বেগম
প্রধান শিক্ষক, চর উভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা, লক্ষ্ণীপুর।
মোবাইল: +৮৮০১৬৭৩৩৮৮৭৫৭। ই-মেইল: headmastersn68@gmail.com