বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’র সেরাদের নাম প্রকাশ করা হয় । যেখানে ইমরান মনোনীত হয়েছিল কবির বকুলের লেখা এবং ইমরানের নিজের সুর করা ‘তুই কি আমার হবি’রে গানের জন্য । গানটি মূলত সিয়াম এবং পরীমনি অভিনীত, চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র।
করোনাকালীন সংকটে সীমিত পরিসরে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এবং সেরাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। যেখানে ইমরান সেরা প্লেব্যাক গায়ক হিসেবে পুরস্কৃত হয়। গানটি ছবি প্রকাশ হওয়ার পূর্বেই ইউটিউবে প্রকাশ করা হয় যেখানে গানটি এখন পর্যন্ত ২ কোটি ৩০ লক্ষবারের বেশি দেখা হয়েছে, এবং লোক মুখে গানটির বেশ প্রশংসাও শোনা যাচ্ছে । গানের জনপ্রিয়তাই গানের শিল্পীকে মনোনীত এবং পুরস্কৃত করেছে উল্লেখ্য একই গানের জন্য দিলশাদ নাহার কনা’ও মনোনীত হয়ে পুরস্কার পেয়েছে ।
এরমধ্যে কাকতালীয় একটি বিষয় যা হলো ইমরান এবং কনা এই নিয়ে তৃতীয়বারের মতো একই গানে পুরস্কার পেল ।
২০১৬ সালে “মেরিল প্রথম আলো পুরস্কার”পেয়েছে ‘দিল দিল দিল’ গানের জন্য , ২০১৮ তে পেয়েছে ‘ও হে শ্যাম’ গানের জন্য এবং ২০২০ সালে ‘চ্যানেল আই মিউজিক এওয়ার্ড’ পেল ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য ।