Students Help Association of Bangladesh (SHAB) -এর আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি অনুমোদন। উক্ত কমিটিতে চেয়ারম্যান ও সিইওর পদে রিয়াজ উদ্দিন ইফান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি পদে সিফাত আহমেদকে মনোনীত করা হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সানজিদা মম (প্রশাসক ও হিসাবরক্ষক), মাহিদ আল শাহরিয়ার (পরিচালক, জাতীয় স্বাস্থ্য), আরাফাত মাহিম (মিডিয়া কমিশন ম্যানেজার), মনিকা জান্নাতুল (উইমেন এমপাওয়ারমেন্ট এক্সিকিউটিভ), মো. শাহাদাত হোসেন (ত্রাণ ও দুর্যোগ প্রশমন), আবির আদনান (অনলাইন অপারেশন ম্যানেজার), আল আমিন (আইটি ম্যানেজার), মহিম ইসলাম মাহি (জনসংযোগ ব্যবস্থাপক), মুনিয়া হোসেন মিম (কেন্দ্রীয় সমন্বয়কারী), জুবায়ের আল মাহমুদ (ইভেন্ট ম্যানেজার), মোহাম্মদ রাকিব (ইভেন্ট ম্যানেজার)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইমতিয়াজ আহমেদ, ফাহমিদা জান্নাত, সাদিয়া আক্তার জেবা ও মুনতাসির আজাদ ফাহিম।
উল্লেখ্য, SHAB-এর যাত্রা শুরু হয় ২০২০ সালের ২৫শে মে। প্রতিষ্ঠাকালীন মহামারীর সময় থেকে সংগঠনটি মানবিক সহায়তা হিসেবে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, শিক্ষা উপকরণ সরবরাহ-সহ বিভিন্ন সময়ে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সেবা ও ঘর-বাড়ি পুণঃনির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
সামাজিক কার্যক্রমে জড়িত থাকলেও মূলত শিক্ষা এবং গবেষণায় মান উন্নয়নের জন্য সংগঠনটি সারা দেশে মেধাবী ছাত্রদের সাথে কাজ করছে।